ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে শুধু ইংরেজিতে লেখা সাইনবোর্ড থাকবে না

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে শুধু ইংরেজিতে লেখা সাইনবোর্ড থাকবে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে বাংলা লেখা ছাড়া শুধু ইংরেজিতে লেখা সাইনবোর্ড দৃশ্যমান থাকতে পারবে না বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ইংরেজিতে লেখা সব সাইনবোর্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ কিংবা কালো কালি লেপন করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার জানান, উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, সব সাইনবোর্ড বাংলায় লিখতে হবে। নির্দেশনা অনুযায়ী এখন নগরীতে যে সব সাইনবোর্ড শুধু ইংরেজিতে লেখা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।

বুধবার থেকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা, কেসিদে রোড, জামাল খান সড়ক ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক ইংরেজি লেখা সাইনবোর্ডে কালো কালি লেপন করে দেওয়া হয়েছে। অভিযানে প্রত্যক্ষভাবে নির্দেশনার পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বিজ্ঞপ্তি জারি করে আগামী এক সপ্তাহের মধ্যে বাংলায় সাইনবোর্ড স্থাপনের সব ব্যবসায়ী কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। 



রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ অক্টোবর ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়