ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিল ওরা

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৬, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিল ওরা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের মৃত জুরান আলী শেখ এর ছেলে সাগর শেখ (৩৫), মহেলা গ্রামের তুলা মিয়ার ছেলে জব্বার মিয়া (৩৮), একই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে মো. রফিক ফকির (৩০)।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের ওসি সাজ্জাদ হোসেন সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিল ওরা।

তিনি জানান, নীল রংয়ের একটি মাহিন্দ্রা পিকআপে (ঢাকা মেট্রো ড-১১-৬৮২১) করে তাদের ডাকাতির প্রস্তুতি ছিল। গাড়িটি আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন ডাকাতের কাছ থেকে দুটি চাপাতি, একটি কাটার, দুটি লোহার দন্ড, একটি লোহার পাইপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির আগেই রোববার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানান তিনি।

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/২৩ অক্টোবর ২০১৮/শাহরিয়ার সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়