ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ইলেকশনের বিকল্প কিছু হতে পারে না’

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইলেকশনের বিকল্প কিছু হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ইলেকশনের বিকল্প কিছু হতে পারে না। ইলেকশনে আসেন। ইলেকশনে না আসলে বাটি চালান দিলেও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।

শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘‘নির্বাচন ইনশাল্লাহ হবে, সংবিধান অনুযায়ী হবে, শেখ হাসিনার অধীনে ইলেকশন হবে। আমেরিকায় যেভাবে ইলেকশন হয়, ইউরোপ যেভাবে ইলেকশন হয়, মালয়েশিয়া-ভারতে যেভাবে হয়, সেভাবেই ইলেকশন হবে।’’ 

মন্ত্রী বলেন, ‘আজকে দুঃখ লাগে, যখন দেখি ড. কামাল হোসেন সাহেব, বঙ্গবন্ধু যাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। একজন তরুণ ব্যারিস্টার ছিলেন তিনি। তাকে ডেকে এনে আওয়ামী লীগের সদস্য বানিয়ে পরবর্তীকালে স্বাধীন দেশের পররাষ্টমন্ত্রী বানিয়েছিলেন বঙ্গবন্ধু। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছিলেন তার ছেড়ে দেওয়া সিটে। দুঃখ লাগে যখন দেখি সেই কামাল হোসেন বঙ্গবন্ধুর খুনীদের পক্ষ অবলম্বন করে আজকে বক্তব্য দিচ্ছেন। যখন দেখি- বিএনপি-জামায়াত জোট, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদের প্লাটফর্মে দাঁড়িয়ে তিনি বক্তব্য দেন।’’

তিনি বলেন, ‘‘কামাল হোসেনকে ‘কামাল হোসেন’ বানিয়েছেন কে? আওয়ামী লীগ বানিয়েছে, বঙ্গবন্ধু বানিয়েছে। আর তিনি আজকে বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেঈমানি করলেন।’’

স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নেছা, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, গাজীপুরের জেলা প্রসাশক ড. দেওয়ান মোহাম্মাদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সরকার প্রমুখ।



রাইজিংবিডি/গাজীপুর/২৭ অক্টোবর ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়