ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ সংবাদ সংস্থা বিল পাস

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ সংবাদ সংস্থা বিল পাস

সংসদ প্রতিবেদক : বাংলাদেশ সংবাদ সংস্থা বিল-২০১৮ পাস হয়েছে।

শনিবার সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিল পাসের প্রস্তাব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলে বাংলাদেশ সংবাদ সংস্থা অধ্যাদেশ, ১৯৭৯ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সংবাদ সংস্থা এমনভাবে বহাল রাখার বিধান করা হয়েছে, যেন তা এ বিলের বিধানের অধীন প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রধান কার্যালয় ঢাকায় এবং সরকারের পূর্ব অনুমোদনক্রমে যেকোনো স্থানে শাখা কার্যালয় স্থাপনের বিধান করা হয়েছে।

বিলের সংজ্ঞায় কর্মচারী অর্থ সংস্থার সাংবাদিক এবং কর্মকর্তাও অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

বিলে সংস্থার পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একজন চেয়ারম্যানের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়েছে।

বিলে সংস্থার দায়িত্ব ও কার্যাবলী, বোর্ড গঠন, চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ ও মেয়াদ, বোর্ডের সভা, কর্মচারী নিয়োগ, ক্ষমতা অর্পণ, সংস্থার তহবিল, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বিলে সরকার থেকে নির্ধারিত মেয়াদ ও শর্তে সাংবাদিকতায় ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোনো সাংবাদিককে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগের বিধান করা হয়। ব্যবস্থাপনা পরিচালক সংস্থার প্রধান সম্পাদকও হবেন বলে বিধানে উল্লেখ করা হয়।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।



রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৮/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়