ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তালা লাগিয়ে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ৩১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তালা লাগিয়ে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডাকা আদালত বর্জন কর্মসূচির মধ্যেই বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভগের কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু হয়েছে। তবে আইনজীবীদের উপস্থিতি অন্য দিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে।

এদিকে ৯টার পর আইনজীবী সমিতির সভাপতির কক্ষ সংলগ্ন সুপ্রিম কোর্টের মূল ভবনে যাওয়ার দোতলার গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশ থেকে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সারা দেশে আদালত বর্জন কর্মসূচি দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, সরকারের চাপের মুখে খালেদা জিয়ার রায় দেওয়া হয়েছে। আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ অব্যাহত থাকলে সারা দেশে বর্জন কর্মসূচি দেওয়া হবে।

এর আগে গতকাল ৩০ অক্টোবর হাইকোর্টে খালেদা জিয়ার রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বুধবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বর্জনের ঘোষণা দেন।




রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়