ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে লড়তে প্রস্তুত জিম্বাবুয়ে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে লড়তে প্রস্তুত জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। জিম্বাবুয়ে অবশ্য খুব বেশি টেস্ট ক্রিকেট খেলে না। তবে তারা টেস্ট ক্রিকেটের মর্যদা সম্পর্কে অবগত। তাই টেস্ট ক্রিকেটটা তাদের কাছেও গুরুত্বপূর্ণ। সে কারণে বাংলাদেশের বিপক্ষে লংগার ভার্সনের এই ক্রিকেটে তারা লড়াই করতে প্রস্তুত।

অবশ্য এই টেস্টের আগে তারা তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেখানে অবশ্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়নি তাদের। বেরসিক বৃষ্টির পেটে যায় অধিকাংশ দিন। শেষ দিনে মাত্র ৫০ ওভার খেলার সুযোগ পায় জিম্বাবুয়ে। তারপরও তারা বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে প্রস্তুত।

প্রথম টেস্টের আগে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা বলেন, ‘প্রস্তুতি আসলে আদর্শ পর্যায়ে হয়নি। বৃষ্টির পেটেই গিয়েছে অধিকাংশ দিন। শেষ দিনে আমরা ৫০ ওভার মাঠে ছিলাম। প্রথম টেস্টে মাঠে নামার আগে আজ একটিমাত্র অনুশীলন সেশন ছিল আমাদের। অবশ্য অধিকাংশ খেলোয়াড়ই অনুশীলনে অংশ নেয়নি। আসলে আমরা কালকে ভালো সূচনা চাই। লড়াই করতে চাই। নিজেদের খেলার উন্নতি করতে চাই। ওয়ানডে সিরিজে আমরা বেশ কয়েকটায় ভালো খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। সুতরাং আমরা আমাদের দুর্বলতার দিকগুলো উন্নতি করে এগিয়ে যেতে চাই।’

জিম্বাবুয়ে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। সেইভাবে সুযোগ পায় না লংগার ভার্সনের ক্রিকেট খেলারও। সে কারণে টেস্ট খেলতে মুখিয়ে তারা। মাসাকাদজা বলেন, ‘আমরা খুব বেশি লংগার ভার্সন ক্রিকেট খেলতে পারি না। তবে টেস্ট ক্রিকেটের গুরুত্ব ও মূল্য আমরা বুঝি। আমরা বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাই। লড়াই করতে চাই। বাংলাদেশও অতীতে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পেত না। আমি মনে করি বাংলাদেশ দলে বেশ কয়েকজন বাহাতি স্পিনার রয়েছে। এটাই বাংলাদেশের শক্তিমত্তার দিক। দেশ ছাড়ার আগে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। বাহাতি স্পিনারদের বিপক্ষে আমরা অনেক অনুশীলন করেছি। আশা করছি বাংলাদেশের স্পিনারদের ট্যাকেল দিতে পারব।’



রাইজিংবিডি/ঢাকা/২ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়