ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অবশেষে জয়ে ফিরল রিয়াল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২২, ৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে জয়ে ফিরল রিয়াল

ক্রীড়া ডেস্ক : লা লিগায় আবারো হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে ভাগ্যের জোরে পার পেয়েছে তারা। একটি আত্মঘাতী গোল ও সার্জিও রামোসের পেনাল্টি গোলে রিয়াল ভায়াদোলিদকে ২-০ ব্যবধানে হারিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা।

পাঁচ ম্যাচ পর লা লিগায় জয় পেল রিয়াল। আগের পাঁচ ম্যাচের মধ্যে তারা হেরেছিল চারটিতেই। গত সপ্তাহে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারের পর তো চাকরিই চলে যায় আগের কোচ হুলেন লোপেতেগুইয়ের।

অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারির অধীনে অবশ্য প্রথম দুই ম্যাচেই জিতল রিয়াল। গত বুধবার কোপা দেল রের শেষ বত্রিশের প্রথম লেগে তৃতীয় বিভাগের দল মেলিলাকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধ কেটেছিল গোলশূন্যতায়। দ্বিতীয়ার্ধে ভায়াদোলিদের দুটি প্রচেষ্টা বাধা পায় গোলপোস্টে।

৮৩ মিনিটে অতিথি ডিফেন্ডার কিকো অলিভাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। বদলি হিসেবে নামা রিয়ালের ব্রাজিলিয়ান টিনএজার ভিনিসিয়ুস জুনিয়রের শটে বল বক্সের ভেতর অলিভাসের গায়ে লেগে জালে জড়ায়। ঝাঁপিয়ে পড়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি গোলরক্ষক।

৮৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি রিয়ালের জয় নিশ্চিত করেন অধিনায়ক রামোস। করিম বেনজেমা ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।



রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়