ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ব্যবসায়ীকে হত্যার অভিযোগ স্ত্রী-শ্বশুর আটক

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যবসায়ীকে হত্যার অভিযোগ স্ত্রী-শ্বশুর আটক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ব্যবসায়ী আরিফ কাজীকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

সোমবার সকালে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ফারজানা ইসলাম কেয়া (৩০) ও শ্বশুর এবাদুল ইসলামকে (৫৬) আটক করেছে পুলিশ।

নিহত আরিফ কাজী গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকার মজিবুর কাজীর ছেলে। তার দুই ছেলে রয়েছে। তিনি একটি ডেইরি ফার্ম চালাতেন।

সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 


সহকারী পুলিশ সুপার (সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, রোববার গভীর রাতের যেকোনো সময় আরিফ কাজীকে পিটিয়ে আহত করা হয়। পরে সোমবার ভোরে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ফারজানা ইসলাম কেয়া ও শ্বশুর এবাদুল ইসলামকে আটক করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

তবে নিহতের স্ত্রী ফারজানা ইসলাম কেয়া দাবি করেছেন, রাতে কে বা কারা তার স্বামীকে পিটিয়ে আহত করলে মারাত্মক অবস্থায় বাড়ি আসে। পরে সকাল ৬টার দিকে তিনি মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, বিয়ের পর কয়েক বছর ধরে নিহত আরিফ কাজী স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন তাকে বেদম মারধর করত।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/৫ নভেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়