ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ঘোষণার দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : ৭ নভেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এই দিনে স্বার্থসাধন মহলের অনুপ্রেরণায় বাংলাদেশে কতিপয় বিপথগামীদের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও সদস্যরা নির্মমভাবে প্রাণ হারান। যা কোনোভাবেই কাম্য ছিল না।

তারা বলেন, তাই এই দিনটিকে জাতীয় মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানাই।পাশাপশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সভাপতি নূর ইসলাম মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধরন সম্পাদক শামসুল হক ঢালী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আশরাফুর জামান প্রিন্স প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়