ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘পুলিশি বাধায়’ বিএনপির সভা বাতিল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুলিশি বাধায়’ বিএনপির সভা বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির পূর্বঘোষিত আলোচনা সভা বাতিল হয়েছে।

দলটির অভিযোগ, প্রস্তুতি থাকার পরও পুলিশি বাধার কারণে সভাটি বাতিল করতে হয়েছে। সভাস্থল থেকে অন্তত ৩০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেছেন বিএনপির নেতারা।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে সেখানে যান বিএনপির নেতা-কর্মীরা। তবে পুলিশি বাধার কারণে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে পারেননি দলটি নেতা-কর্মীরা। পুলিশ এসে মাইক নিয়ে যায়।

তিনি বলেন, ‘এ সময় আমাদের কেন্দ্রীয় নেতা জিএস বাবুলসহ অন্তত ৩০ নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে। ফলে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে।’




রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়