ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নানা আয়োজনে ভাসানীর জন্মবার্ষিকী উদযাপন

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নানা আয়োজনে ভাসানীর জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুর হামিদ খান ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাজারের সামনে গিয়ে শেষ হয়।

মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ সময় ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা, ভাসানী ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিকেলে এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। 




রাইজিংবিডি/টাঙ্গাইল/১২ ডিসেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়