ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় বিজিবি মোতায়েন

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ১৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় বিজিবি মোতায়েন

কুমিল্লা প্রতিনিধি : আগামী ৩০ ডিসেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিজিবি-১০ ব্যাটালিয়নের পরিচালক আবু মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজিবি প্লাটুনসমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা ও চাঁদপুর জেলায় আজ মঙ্গলবার থেকে বিজিবি মোতায়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকার কর্তৃক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ভোটকেন্দ্রের শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক নির্বাচনী এলাকায় টহল পরিচালনা করবে বিজিবি।

দুই জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান আবু মোহাম্মদ মহিউদ্দিন।




রাইজিংবিডি/কুমিল্লা/১৮ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়