ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শ্রীপুরে সারাহ জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীপুরে সারাহ জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কর্মীরা গাজীপুরের শ্রীপুরের সারাহ কম্পোজিট (জুট) মিল লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার কেওয়াবাজার এলাকায় অবস্থিত সারাহ কম্পোজিট মিল লিমিটেডে পাটজাত দ্রব্য উৎপাদন দ্রব্য প্রস্তুত করা হয়। সকাল পৌনে ৬টার দিকে ওই কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
 


জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রেণে আসে। আগুন পুরোপুরিভাবে নেভাতে আরো সময় লাগবে। আগুনে কারখানার মেশিনপত্র ও পাটজাতদ্রব্যসহ মালামাল পুড়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

রাইজিংবিডি/গাজীপুর/২৪ ডিসেম্বর ২০১৮/হাসমত আলী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়