ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গাজীপুরে আগুনে পুড়ল ১৮৩ ঘর

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে আগুনে পুড়ল ১৮৩ ঘর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায়  শ্রমিক কলোনির ১৮০টি ঘর আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাতে আগুন লাগে। সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোর রাতে আনোয়ারা বেগমের মালিকানাধীন চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মূহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ সাতজনের মালিকানাধীন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেড থেকে ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  আগুনে  টিনের ১৮৩টি ঘর পুড়ে গেছে।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।




রাইজিংবিডি/গাজীপুর /২৭ ডিসেম্বর ২০১৮/হাসমত আলী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়