ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৫ উইকেটের দিনে এগিয়ে ভারত

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ উইকেটের দিনে এগিয়ে ভারত

ক্রীড়া ডেস্ক: জসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল লিড নিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ব্যর্থ ভারত। তবুও ম্যাচের নাটাই এখন সফরকারীদের হাতে।

বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৩৪৬ রানের। প্রথম ইনিংসে ২৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে ভারতের স্কোর ৫ উইকেটে ৫৪। এর আগে ভারতের করা ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৫১ রানে।

স্কোরবোর্ডে ৮ রান নিয়ে দিন শুরু করেছিলেন হ্যারিস ও ফিঞ্চ। তাদের জুটি বড় হয়নি। ইশান্ত শর্মা ফিঞ্চকে (৮) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন। বাঁহাতি হ্যারিসকে ফিরিয়ে অসি শিবিরে আক্রমণ শুরু করেন বুমরাহ। এরপর শন মার্শ, ট্রেভিস হেডকে দ্রুত সাজঘরে ফেরান এ পেসার। মাঝে উসমান খাজার উইকেট নেন জাদেজা।

মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারায় তারা। বিরতির পর আরও হারায় ৩টি। ব্যাটিং বিপর্যয়ে চা-বিরতির পরপরই ১৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। নাথান লায়নকে বোল্ড করে পঞ্চম উইকেটের স্বাদ পান বুহরাহ। শেষ ব্যাটসম্যান হিসেবে জস হ্যাজেলউডের উইকেট নেন এ পেসার। সব মিলিয়ে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন ভারতের এ পেসার। জাদেজা ২টি এবং ইশান্ত ও সামি ১টি করে উইকেট পেয়েছেন।



দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৪৪ রান তুলতেই তারা হারায় ৪ উইকেট। প্যাট কামিন্সের তোপে টপ অর্ডার গুটিয়ে যায় সহজে। ৮ বলের ব্যবধানে ডানহাতি পেসার তুলে নেন ৪ উইকেট। হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে আউট হন কামিন্সের বলে।

ভারত শিবিরে শেষ আঘাতটি করেন হ্যাজেলউড। রোহিত শর্মাকে আউট করেন এ পেসার। পান্ত ৬ ও আগারভাল ২৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

বুমরাহর দারুণ বোলিংয়ের পর কামিন্স ঝড়ে ভারত ব্যাটিংয়ে পিছিয়ে থাকলেও স্কোরবোর্ডে বিশাল লিডে স্বস্তিতে তারা।




রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়