ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাশিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৭

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি আবাসিক ভবনে গ্যাস লাইনে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় ভবনের একটি অংশ ধসে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে ৪০ জন। সোমবার  ইউরাল প্রদেশের শিল্পনগরী ম্যাগনিটোগোরস্কে এ ঘটনা ঘটেছে।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাস লাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৯ তলা ভবনের ৪৮টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ম্যাগনিটোগোরস্কে গিয়েছেন। সেখানে তিনি আহতদের দেখতে হাসপাতালে যান।

উদ্ধার তৎপরতা সতর্কতার সঙ্গে চলছে উল্লেখ করে জরুরি সেবামন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ বলেছেন,‘আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। কারণ ভবনটি ধসে পড়ার আশংকা আছে।’



রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়