ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটালো ‘হাসিমুখ’

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটালো ‘হাসিমুখ’

আকাশ বাসফোর : সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হতদরিদ্র ১০০ জন শীতার্ত পথশিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’।

বৃহস্পতিবার সকাল ১১টায় আখাউড়া পৌরসভা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বিশ্বজিত পাল বাবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, আখাউড়া মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এন এস কবির পলাশ ও নসীব হরিজন ।
 


অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের এই সংগঠনের কার্যক্রম সত্যিই খুবই প্রশংসনীয় এবং অনুকরণীয়। নিজস্ব অর্থায়নে তারা বছরব্যাপী মানবসেবামূলক কাজ করে থাকে। সমাজ উন্নয়নে যা গুরুত্বপূরণ ভূমিকা পালন করবে।'

এ সময় তিনি হাসিমুখ সংগঠনকে সব ধরনের সহযোগিতায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
 


সংগঠনটির সাধারণ সম্পাদক আকাশ বাসফোর জানান, হাসিমুখ একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়নমূলক সংগঠন। সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে ৫০ জন হতদরিদ্র শিশুর পড়াশুনার খরচ বহন করা হয়ে থাকে। এছাড়া, প্রতি ঈদে নতুন কাপড় এবং শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে হাসিমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৯/আকাশ বাসফোর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়