ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে নিহত ৩০

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি স্বর্ণের খনি ধসে কমপক্ষে ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন।

দেশটির উত্তর-পূর্বের বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নদীর তীরবর্তী ওই খনিতে গ্রামবাসী ৬০ মিটার পর্যন্ত গর্ত করে স্বর্ণের সন্ধান করছিল। তবে রোববার তা ভেঙে পড়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, স্বর্ণের খনিটি ধসে পড়ার সময় সেখানে গ্রামবাসী এক্সকাভেটর দিয়ে কাজ করছিল।

এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কোহিস্তান জেলার প্রধান রুস্তম রাঘী বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং মাত্র ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় শিশুসহ অনেকে মারা গেছে।’

আফগানিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর। তবে অধিকাংশ খনিই পুরোনো ও দুর্বল ব্যবস্থাপনায় পরিচালিত। খনিতে কাজ করা শ্রমিকদের জীবনের নিরাপত্তা খুবই কম।

তথ্য : বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়