ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাঠদানের অনুমতি দিতে দুই মাদ্রাসার তথ্য চেয়েছে মন্ত্রণালয়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঠদানের অনুমতি দিতে দুই মাদ্রাসার তথ্য চেয়েছে মন্ত্রণালয়

সচিবালয় প্রতিবেদক : দাখিল ৯ম শ্রেণিতে পাঠদানের অনুমতি দিতে দুটি মাদ্রাসার হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে এসব মাদ্রাসার হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো-কুড়িগ্রাম নাগেশ্বরীর মাঠের পাড় দাখিল মাদ্রাসা এবং রংপুর মিঠাপুকুরের কাদেরিয়া তাহেরিয়া রাবেয়া সুন্নিয়া দখিল মাদ্রাসা।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, মাদ্রাসা দুটিকে দাখিল ৯ম শ্রেণিতে পাঠদানের অনুমতি দিতে আবেদন এসেছে শিক্ষা মন্ত্রণালয়ে। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে প্রচলিত নীতিমালা অনুযায়ী সুস্পষ্ট মতামতসহ হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়