ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, ২ শিশু আহত

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, ২ শিশু আহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে বল ভেবে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে এরশাদ (১৫) ও নূর আলম (১০) নামে দুই শিশু আহত হয়েছে।

বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। এরশাদ নগরীর কেরানীপাড়া জামতলা মসজিদ সংলগ্ন এলাকার শাহ আললের ছেলে এবং নূর আলম একই এলাকার রশিদুল হকের ছেলে। আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি) সহকারী কমিশনার আলতাফ হোসেন জানান, আহত এরশাদ ও নূর আলম জিলা স্কুল মাঠে খেলছিল। এ সময় মাঠের উত্তর-পশ্চিম কোণে তারা দুটি ককটেল দেখতে পেয়ে বল ভেবে হাতে নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ খেলার পর ককটেল দুটি রেখে গাছের পাতা কুড়িয়ে সেই পাতায় আগুন লাগিয়ে দেয়। আগুনের পাশে ককটেল দুটি থাকায় তাপ পেয়ে তা বিস্ফোরিত হয়। এতে এরশাদের বাম হাত ও নূর আলমের চোখে আঘাত লাগে।

খবর পেয়ে স্থানীয়রা শিশুদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।



রাইজিংবিডি/রংপুর/৯ জানুয়ারি ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়