ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইয়াবাসহ সাঁতরে নদী পার, বিজিবির গুলিতে নিহত ২

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াবাসহ সাঁতরে নদী পার, বিজিবির গুলিতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাঁতরে নাফ নদী পার হওয়ার সময় বিজিবির গুলিতে দুইজন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে বিজিবি।

পুলিশ বলছে, অজ্ঞাতনামা দুইজনের লাশসহ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, নিহতরা মিয়ানমারের নাগরিক।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট নামক পয়েন্ট দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন দুইজন। এ সময় সীমান্তে কর্তব্যরত বিজিবির সদস্য তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনের গুলিবিদ্ধ লাশ মাটিতে পড়ে থাকতে দেখে টেকনাফ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ইয়াবাগুলো জব্দ করেছে।’

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘শনিবার খবর পেয়ে পুলিশ টেকনাফের হ্নীলা এলাকার মইনউদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে নাফ নদীর কাছে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় লাশ দুটির পাশ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এখনো পর্যন্ত নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা ধারণা করছেন, নিহত ইয়াবা পাচারকারীরা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিক।’

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১২ জানুয়ারি ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়