ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডেমরায় পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেমরায় পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় পানিভর্তি বালতিতে পড়ে মশিউর রহমান রাফি নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশুটির বাবা মতিউর রহমান জানান, আজকে সকালে স্ত্রী শান্তা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে মশিউর হামাগুড়ি দিয় বাথরুমে চলে যায়। অনেকক্ষণ পরে মশিউরকে খুঁজে না পেয়ে শান্তা বাথরুমে গিয়ে দেখতে পান বালতি ভরা পানিতে মশিউরের মাথা নিচে ও পা উপরের দিকে আছে। এসময় স্ত্রীর চিৎকার শুনে সবাই ছুটে আসে। অচেতন অবস্থায় প্রথমে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল তারপরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

দুপুর আড়াইটার সময় কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তারা সারুলিয়ার টেংরা এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। তার দু’সন্তানের মধ্যে রাফি হচ্ছে ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/হাসান/বুলবুল চৌধুরী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়