ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়াসার পানি সরবরাহ: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধা প্রদান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াসার পানি সরবরাহ: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধা প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার ‘ঢাকা পরিবেশবান্ধব নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (ডিইএসডব্লিউএসপি)’ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন সুবিধা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঢাকা ওয়াসা ও বেসরকারি সংস্থা ডরপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রকল্পের ৪ নম্বর সেকশনের দুজন নারীসহ মোট ৫০ জন নন-টাইটেল্ড ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধা প্রদান করা হয়। সর্বোচ্চ ৭ লাখ ৮৩ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন শাহজাহান ফকির এবং সর্বনিম্ন ৫ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন মজিবুর রহমান। মোট বিতরণকৃত টাকার পরিমাণ এক কোটি এক লাখ আট হাজার ৯৫২ টাকা।

প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাস্তবায়নকারী এনজিও ডরপ এর নির্বাহী প্রধান ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান, ক্ষতিগ্রস্তদের পক্ষে দেলোয়ার হোসেন ও শাহিনুল করিম তাদের সুবিধা ও অসুবিধা তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 


অনুষ্ঠানে ১৯৮৪ সালে সরকার কর্তৃক ঢাকা পরিবেশবান্ধব নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জন্য অধিগ্রহণকৃত ৮৩ একর জমিতে কৃষিকাজ, ক্ষুদ্রব্যবসা, বর্গাচাষী হিসেবে জীবিকা নির্বাহ করে যারা দিন, মাস, বছর পার করেছেন তাদেরকে এডিবি গাইডলাইন, সরকারি নীতিমালা ও আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষতিপূরণ দেওয়া হয়। জীবিকা চলমান রাখতে প্রকল্প কারণে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্রদের জন্য আয়বর্ধক কার্যক্রমের আওতায় প্রশিক্ষণের আয়োজন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে অনুষ্ঠান জানানো হয়।

উল্লেখ্য, ডিইএসডব্লিউএস প্রকল্পের আওতায় পরিশোধিত পানি ঢাকা ওয়াসা এর বিতরণ বিভাগের তত্ত্বাবধানে ঢাকাবাসীর কাছে সরবরাহ করা হবে। প্রকল্পের আওতায় আড়াই হাজার উপজেলার শম্ভুপুরা মৌজায় মেঘনা নদী থেকে পানি আহরণের জন্য একটি জলাধার স্থাপন করা হবে। অপরিশোধিত পানি ২২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর মৌজায় পানি শোধনাগারে সরবরাহ করা হবে। পরিশোধিত পানি ১৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে বারিধারার আমেরিকান দূতাবাস সংলগ্ন ঢাকা ওয়াসার মূল পানি বিতরণ নেটওয়ার্কে সরবরাহ করা হবে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে প্রতিদিন গড়ে ১৫০ মিলিয়ন লিটার ভূগর্ভস্থ পানি আহরণ হ্রাস করা। বাংলাদেশ সরকার, ঢাকা ওয়াসা, এডিবি, এএফডি এবং ইআইবি এর যৌথ অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পুনর্বাসন বাস্তবায়নকারী সংস্থা হিসেবে ডরপ কাজ করছে। প্রকল্পের মোট ক্ষতিগ্রস্ত ব্যক্তি ৫৩৪২ জন (টাইটেল্ড ও নন  টাইটেল্ড)। প্রকল্পের আওতায় ছয়টি সেকশনের মধ্যে দুইটি সেকশনের শম্ভুপুরা, টেটিয়া ও চৈতনগান্ধা মৌজা এবং গন্ধর্বপুর ও চর গন্ধর্বপুর মৌজায় কমবেশি আট কোটি টাকা পুনর্বাসন সুবিধা হিসেবে বরাদ্দ আছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়