ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইফুল ইসলাম ওরফে দুর্জয় ও মো. সুজন সরকার নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘১৫ জানুয়ারি রাতে নীলফামারীর ডোমার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি প্রতারকদেরও একইভাবে আইনের আওতায় আনা হবে।’

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জিনের বাদশার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রলোভন দেখায়। পরে বন্ধু পরিচয়ে অথবা আত্মীয়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোন করে। সুস্থতার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। গোয়েন্দা পুলিশের কাছে এ রকম অনেক অভিযোগ আসে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়