ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে নারায়ণগঞ্জে এসআই প্রত্যাহার

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে নারায়ণগঞ্জে এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ : এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, গত রোববার রাতে নগরের পাইকপাড়া এলাকার বাড়ি থেকে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান এসআই নাজমুল। পরে থানায় তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। তাকে ছেড়ে দিতে পরিবারের সদস্যদের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করে পুলিশ। এ সময় থানায় সালাউদ্দিনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পুলিশের দাবি না  মানায় সোমবার মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। আদালত সালাউদ্দিনকে কারাগারে পাঠায়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাইকপাড়ার বাসিন্দা আবদুল কাদির বলেন, সালাউদ্দিন ভালো ছেলে। তাকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনিক কারনে এসআই নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২২ জানুয়ারি ২০১৯/রাকিব/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়