ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘রাজধানীকে নিরাপদ রাখতে কাজ করছে পুলিশ’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাজধানীকে নিরাপদ রাখতে কাজ করছে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। অপরাধ দমনে জনগণ ও পুলিশ এক হয়ে কাজ করবে। এতে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা পাবে।

বুধবার পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ডিএমপি আয়োজিত শোভাযাত্রার আগে তিনি বলেন, ‘জনহয়রানিমূলক যেকোনো কাজের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সেবক। জনগণের প্রতি বলপ্রয়োগ, লাঠি ঘোরানো ও হুমকি-ধামকি দেওয়া আমাদের কাজ নয়। জনবান্ধব, নারী ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের মাঝে কাঙ্ক্ষিত সম্পর্ক উন্নয়নে আমরা কাজ করছি।’

ডিএমপি সদর দপ্তরের সামনে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঢাকা মহানগরী থেকে ভূমিদস্যুতা, সন্ত্রাস, জঙ্গি কার্যক্রম, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজির শিকড় সমূলে উৎপাটন করা হবে। প্রায় ২ কোটি মানুষ যাতে নিরাপদে ঘরে ঘুমাতে পারে, সেজন্য পুলিশ পরিশ্রম করে যাচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করছে। ঢাকা শহরে কোনো মাদকের আখড়া থাকলে পুলিশকে খবর দিন। শহরের মাদকের সব আখড়া ভেঙে দেওয়া হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/মাকসুদ/রফিক  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়