ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সবচেয়ে কঠিন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ইরান : রুহানি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবচেয়ে কঠিন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ইরান : রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। আর এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ অভিযোগ করেছেন।

১১ ফেব্রুয়ারি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার বিপ্লবী ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লা খামেনির মাজারে ভাষণ দিচ্ছিলেন রুহানি।

গত বছর ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া ইরানে প্রায়ই বিক্ষোভ করছে শ্রমিক, ট্রাক চালক, কৃষক ও ব্যবসায়ীরা। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

রুহানি বলেন, ‘গত ৪০ বছরের তুলনায় আজ দেশ সবচেয়ে বড় চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করছে। আজ আমেরিকা ও তার অনুসারীদের কারণে আজ আমাদের সমস্যাগুলো মৌলিক পর্যায়ের। এর জন্য দায়িত্বশীল সরকার ও ইসলামি ব্যবস্থাকে দোষারোপ করা যাবে না।’



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ