ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কানাডায় মসজিদে হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কানাডায় মসজিদে হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কুইবেকে একটি মসজিদে প্রার্থণাকারীদের হত্যাকারী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২৯ বছরের আলেক্সান্ডার বিসোনেট ৪০ বছর কারাবাসের আগ পর্যন্ত প্যারোলের উপযুক্ত হবেন না বলেও জানানো হয়েছে রায়ে।

সরকারি আইনজীবীরা আলেক্সান্ডারের ১৫০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। মঞ্জুর হলে এটি হতো কানাডার ইতিহাসে সর্বোচ্চ কারাদণ্ড।

রায়ে কিউবেকের সর্বোচ্চ আদালতের বিচারক ফ্রাঙ্কো হুট বলেছেন, ‘শাস্তি প্রতিহিংসাপরায়ন হওয়া উচিৎ নয়।’

কানাডার আইনে খুনের যাবজ্জীবন ও ২৫ বছরের আগে শর্তাধীনে মুক্তি (প্যারোল) না দেওয়ার বিধান রয়েছে।

২০১৭ সালের ২৯ জানুয়ারি রাতে বিসোনেট কিউবেকে ইসলামিক কালচারাল সেন্টারে ঝড়ের বেগে প্রবেশ করে জমায়েত হওয়া মুসুল্লিদের ওপর নির্বিচারে গুলি চালান। এ ছয় জন নিহত ও আরও অন্তত পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আয়মান দেরবালি নামে একজন এখন পক্ষাঘাতগ্রস্ত।

ওই বছরের মার্চে বিসোনেট অপরাধ স্বীকার করে নেন। তাকে হত্যাচেষ্টার ছয় অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

রায় ঘোষণার পর কিউবেকের আদালতে বিসোনেট বলেছেন, ‘আমি যা করেছি তার জন্য লজ্জিত। আমি সন্ত্রাসী নই, আমার মধ্যে ইসলামভীতিও নেই।’




রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়