ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

ভারতে মদ পানে ৭২ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে মদ পানে ৭২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে মদ পান করে ৭২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরো ২৪ জন। ‍ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা সাহারানপুরে ৩৬ জন ,পূর্বাঞ্চলীয় কুশিনগরে আট জন এবং উত্তরখাণ্ডে ২৮ জনের মৃত্যু হয়েছে।

এর আগে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অশোক কুমার জানিয়েছিলেন, উত্তর প্রদেশে মারা গেছে ২৬ জন। আর প্রতিবেশী উত্তরাখন্ড প্রদেশে মারা গেছে ১৩ জন।

তিনি জানান, উৎসব উপলক্ষে এর মদ পান করছিল।

পুলিশ এ ঘটনায় আট মদ ব্যবসায়ীকে আটক করেছে। প্রাদেশিক সরকার ১২ পুলিশ সদস্যসহ ৩৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

ভারতে প্রায়ই মদ পানে মৃত্যুর খবর আসে। দরিদ্র শ্রেণির লোকজন স্বস্তায় স্পিরিট মেশানো এসব মদ পান করায় মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।




রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ