ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একুশে গ্রন্থমেলার সব নতুন বই এক স্টলে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একুশে গ্রন্থমেলার সব নতুন বই এক স্টলে

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা শুরুর পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। জমে উঠেছে বাঙালির প্রাণের মেলা।

মেলায় এসে অনেকে নতুন কী কী বই এসেছে তা জানতে চান। বাংলা একডেমি এবার তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে। বইমেলার বাংলা একাডেমি অংশে ‘নতুন বই প্রদর্শন স্টল’ নিয়ে বসেছেন তারা। মেলায় আগত অনেককে স্বস্তি দিচ্ছে নতুন বইয়ের এ স্টলটি। বাংলা একাডেমি চত্বরে নজরুল মঞ্চের পেছনেই রয়েছে নতুন বইয়ের স্টল।

বইমেলায় পাঠকরা যেন নতুন বই সহজেই পেতে পারেন, তার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছে বাংলা একাডেমি। ‘নতুন বই প্রদর্শন স্টল’ নামের স্টলটিতে তারিখ অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে মেলার প্রথম দিন থেকে আসা সব নতুন বই। কেউ চাইলে তার পছন্দের বইটি উল্টেপাল্টে দেখে নিতে পারেন।

স্টলের সমন্বয়ক মতিন রায়হান বলেন, ‘প্রতিদিন মেলায় যেসব নতুন বই আসে আমাদের কাছে একটা কপি জমা দিতে হয়। আমরা প্রতিদিনেরটা প্রতিদিন মেলার পুরো সময় জুড়ে স্টলে প্রদর্শন করি। যে কেউ এখান থেকে দেখে বইটি বাছাই করে নির্দিষ্ট স্টলে গিয়ে কিনতে পারেন। এতে দর্শনার্থীদের অনেক উপকার হয় বলে মনে করি।’

কামরুল হাসান নামের এক চাকরিজীবী বলেন, ‘মেলায় এসে নতুন কী কী বই এসেছে খুঁজছিলাম। একজন বললেন, বাংলা একাডেমিতে নতুন বইয়ের স্টল আছে। তাই বইগুলো দেখতে এলাম। দেখি, কোনটা পছন্দ হয়।’

আব্দুল লতিফ নামের এক শিক্ষার্থী বলেন, ‘এটি খুব ভালো উদ্যোগ। পাঠকদের বই বাছাইয়ে আর ঝামেলা হবে না।’  




রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়