ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে গরু জব্দ নিয়ে বিজিবি'র সাথে সংঘর্ষে নিহত ৩

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে গরু জব্দ নিয়ে বিজিবি'র সাথে সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গফুয়া ইউনিয়নের রুইয়া গ্রামে নজরুল ইসলামের ছেলে নবাব (৩০) ও জহিরুলের ছেলে সাদেক মিয়া (৪০) এবং বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী জয়নাল (১৬)। এছাড়া এ ঘটনায় বিজিবি সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, বরহমপুর গ্রামের মাহাবুব আলী ছয় মাসে আগে একটি গরু কেনেন। ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় গরু মনে করে গরু নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছে যান। এ সময় মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সাথে তাদের সংঘর্ষ বাঁধে।

বিজিবি কর্মকর্তারা বলছেন, ভারতীয় গরু আটক করায় সশস্ত্র চোরাকারবারিরা হামলা করলে তারা গুলি চালাতে বাধ্য হন। গুলিতে নিহত হয় ৩ জন, আহত হয় ১৬ জন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, ‘গুলিবিদ্ধ ১৪ জনের দেহ থেকে গুলি বের করা হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।’

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, ‘বিজিবির একটি টহল দল চারটি গরু জব্দ করে ফেরার পথে চোরাকারবারীরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অনুরোধ সত্ত্বেও হামলাকারীরা কোনো কথা শোনেনি। উত্তেজিত হামলাকারীরা বিজিবির অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চার বিজিবি সদস্য আহত হওয়ার পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এরপরেও পরিস্থিতি শান্ত না হওয়ায় বাধ্য হয়ে গুলি করা হয়।’

উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১২ ফেব্রুয়ারি ২০১৯/তানু/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়