ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেনীর প্রাক্তন জেলা জজকে ৫ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীর প্রাক্তন জেলা জজকে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের বিচারপতিকে যথাযথভাবে প্রোটোকল না দেওয়ায় আদালত অবমাননার মামলায় ফেনীর প্রাক্তন জেলা ও দায়র জজ ফিরোজ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। অনাদায়ে ৭ দিনের জেলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিস্ট জেলা ও দায়রা জজ কীভাবে তাদের প্রোটোকল দেবেন সে ব্যাপারে ৪টি নির্দেশনাসহ সার্কুলার ইস্যুর জন্য রেজিস্ট্রার জেনারেল অফিস ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে প্রোটোকল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন জেলা ও দায়রা জজ ফিরোজ আলম।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়