ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচে নেমে গেল ইংল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচে নেমে গেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারালেও ২-১ ব্যবধানে সিরিজ হারায় র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে ইংল্যান্ডের।

১০৮ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থেকে তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। অবস্থান ধরে রাখতে ইংলিশদের সিরিজ জিততে হতো। কিন্তু সিরিজ হারের পাশাপাশি তারা হারিয়েছে চার পয়েন্টও। আর র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পেছনে পাঁচে নেমে গেছে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমান ১০৪ পয়েন্ট। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে তিন পয়েন্ট অর্জন করেছে টিম পেইনের দল।

সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে সাত পয়েন্ট। তবে ৭৭ পয়েন্ট নিয়ে আগের মতো অষ্টম স্থানেই আছে ক্যারিবীয়রা। ১১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে যথারীতি ভারত। ১১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও ১০৭ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে তৃতীয় স্থানে।

সর্বশেষ হালনাগাদের পর টেস্ট রাঙ্কিং:

র‍্যাঙ্ক

দল

পয়েন্ট

ভারত

১১৬

দক্ষিণ আফ্রিকা

১১০

নিউজিল্যান্ড

১০৭

অস্ট্রেলিয়া

১০৪

ইংল্যান্ড

১০৪

শ্রীলঙ্কা

৮৯

পাকিস্তান

৮৮

ওয়েস্ট ইন্ডিজ

৭৭

বাংলাদেশ

৬৯

১০

জিম্বাবুয়ে

১৩

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়