ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে অভিযানে ২ ওষুধ দোকান মালিককে জরিমানা

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে অভিযানে ২ ওষুধ দোকান মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ওষুধ দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওনের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।
 


ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন বলেন, ‘অনুমোদনবিহীন ওষুধ, লাইসেন্স নবায়ন না থাকায় প্রগতি ফার্মেসির মালিক প্রদীপ সরকারকে ৩০ হাজার টাকা ও ভূপতি ফার্মেসির মালিক নৃপতি মুকুট পালকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। ওষুধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় এ জরিমানা করা হয়। এ সময় অনুমোদনবিহীন ওষুধ জব্দ করা হয়।’




রাইজিংবিডি/টাঙ্গাইল/২০ ফেব্রুয়ারি ২০১৯/শাহরিয়ার সিফাত/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়