ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অপসংস্কৃতি প্রতিরোধে ভাষা সৈনিক বড়দার সংগ্রাম

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপসংস্কৃতি প্রতিরোধে ভাষা সৈনিক বড়দার সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বেশ কয়েক বছর ধরে মহান শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা সৈনিক আশরাফ হোসেন বড়দা রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অপসংস্কৃতি প্রতিরোধের আহ্বান জানিয়ে যাচ্ছেন। এবারো তার ব্যত্যয় ঘটেনি। 

গলায় ব্যানার ঝুলিয়ে অপসংস্কৃতির বিরুদ্ধে ডাক দিয়েছেন তিনি। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নতুন প্রজন্মকে আহ্বান জানালেন, তারা যে ভাষার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, তা এখনো তারা পাননি। ভাষা সংস্কৃতির প্রতিটি স্তরে এখন অবক্ষয়। এই অবক্ষয়ের হাত থেকে মুক্তি পেতে হবে। তা না হলে ভাষা শহীদদের প্রতি অবজ্ঞা করা হবে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে এসে তিনি এই অভিব্যক্তি ব্যক্ত করেন। তিনি এ সময় বলেন, অপসংস্কৃতি কারণে এ দেশের তরুণদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। অপসংস্কৃতির আগ্রাসনের প্রতিরোধে তার উত্তরসূরিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



রাইজিংবিডি/রংপুর/২১ ফেব্রুয়ারি ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়