ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতের সাধারণ নির্বাচন ১১ এপ্রিল শুরু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের সাধারণ নির্বাচন ১১ এপ্রিল শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দেশটির নির্বাচন কমিশন এ তারিখ ঘোষণা করেছে।

ভারতের বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুন।

প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, ১৯ মে পর্যন্ত মোট সাত দফায় ৫৪৩টি আসনের ভোটগ্রহণ হবে। এসব তারিখ হচ্ছে-১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। ফল ঘোষণা করা হবে ২৩ মে।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এবার প্রায় ৯০ কোটি ভোটার লোকসভা নির্বাচনে ভোট দেবেন। এবারের নির্বাচনে ১০ লাখ ভোটকেন্দ্র থাকবে। গতবারের চেয়ে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে প্রায় ১০ শতাংশ। প্রথমবারের মতো ভোট দেবে প্রায় আট কোটিরও বেশি ভোটার।

এবার লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের কথা জানায়নি নির্বাচন কমিশন।



রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়