ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ। পরে দ্রুত সরিয়ে ফেলা হয়েছে ভেঙে পড়া ছাদ।

গত ২২ মার্চ শুক্রবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ২৯ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে নির্মাণের শর্তে টেন্ডারের মাধ্যমে মেসার্স আমিন ট্রেডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণকাজটি পায়। সে মোতাবেক গত বছরের ৩ জুন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ শুরু করে। নির্মাণকাজ চলতি মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়ে নির্ধারিত তারিখে দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু করে। ভবনের এক তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর গত শুক্রবার সকাল ৮টার দিকে ওই ভবনের ছাদ ভেঙে পড়ে। নির্মাণশ্রমিকরা দ্রুত ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে ফেলেন। বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহীনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা নির্মাণের কাজ প্রায় ছয় মাস ধীর গতিতে চলছে। ওই ভবনের নির্মাণকাজ বেশিরভাগ সময় রাতে করা হয় বলে স্থানীয়রা জানান।

নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কর্মকর্তা (এসও) মাইনুল ইসলামের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের কাজ দায়সাড়াভাবে দেখভাল করার অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ছাদ ঢালাই করার ফলে ওই ছাদ ভেঙে পড়েছে।

এলজিইডির সহকারী প্রকৌশলী (এসও) মাইনুল ইসলাম বলেন, আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ার কথা তিনি জানতে পেরেছেন। কী কারণে ছাদ ভেঙে পড়েছে তা খতিয়ে দেখা হবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা বলেন, আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটি এবং গ্রামবাসী বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শুরুর আগে সঠিকভাবে কাজ করার দাবি জানালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বলেন, ইতোপূর্বে ওই ভবনের নিচতলা যেভাবে কঠিন (মজবুত) করে কাজ করা হয়েছে আমরা দ্বিতল ভবনের কাজ এত কঠিনভাবে করতে পারব না। দ্বিতল ভবনের কাজ নরমালভাবেই করে যাব।

সেলিম রেজা আরো বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ভবনের ছাদ ভেঙে পড়েছে বলে মনে হয়।

আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন ট্রেডার্সের লোকজনের সঙ্গে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী মো. শাহীনুর রহমান এ ব্যাপারে বলেন, ‘সব বিষয়ে অফিসপ্রধানদের মতামতের প্রয়োজন নাই। তবে কনস্ট্রাকশন কাজে ভুলত্রুটি হতেই পারে। এটা কোনো বড় ব্যাপার না। ভুলত্রুটি হলে তা ঠিকাদারি প্রতিষ্ঠান সমাধান করবে।’



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৬ মার্চ ২০১৯/শাহরিয়ার সিফাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়