ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইছামতি নদী রক্ষার দাবিতে অনশন

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইছামতি নদী রক্ষার দাবিতে অনশন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার একসময়ের আশীর্বাদ ইছামতি নদী অব্যাহত দখল আর দূষণে পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। এই নদীর পানিপ্রবাহ সচল ও দূষণমুক্ত করার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাবনা শহরে ইছামতি নদীর খেয়াঘাট ব্রিজের নিচে মঙ্গলবার ভোর ৬টায় অনশন কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা থাকলেও দুপুর ২টার দিকে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এসে পানি পান করিয়ে অনশন ভাঙান।

এ সময় সংসদ সদস্য ইছামতি নদীকে দূষণমুক্ত করার ও খননের আশ্বাস দেন।

অনশন কর্মসূচিতে সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



রাইজিংবিডি/পাবনা/২৬ মার্চ ২০১৯/শাহীন রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়