ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিজিটাল এক্সপোতে ওয়ালটন ল্যাপটপে আগ্রহ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিজিটাল এক্সপোতে ওয়ালটন ল্যাপটপে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিসিএস ডিজিটাল এক্সপোতে দেশে উৎপাদিত ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ ক্রেতা-দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে চার দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো। সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন আইটি মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনে দেরি হওয়ায় অনানুষ্ঠানিকভাবে এক্সপ্রো শুরু হয়েছে।

এই মেলায় অংশ নিয়েছে দেশি ও বিদেশি আইটি ও আইটি পণ্য উৎপাদনকারী ৬৫টি প্রতিষ্ঠান। মেলায় দেশে একমাত্র ল্যাপটপ উৎপাদনকারী ইলেক্ট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্যাভেলিয়নে ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করেছে। এই প্যাভেলিয়নে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ল্যাপটপ, মোবাইল ফোন, মাউস, কী বোর্ড, পেন ড্রাইভসহ বিভিন্ন আইটি পণ্য প্রদর্শিত হচ্ছে।

 



মেলায় ওয়ালটন প্যাভেলিয়নের আইটি পণ্য বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মাহফুজ টিটু রাইজিংবিডিকে জানান, ওয়ালটনের প্যাভিলিয়নে ক্রেতারা ভিড় করছেন। তারা দেশীয় ল্যাপটপ সম্পর্কে জানতে চাইছেন। সাশ্রয়ী মূল্যে এবং কিস্তি সুবিধায় ওয়ালটনের ল্যাপটপ ও মোবাইল কেনার সুযোগ থাকায় শিক্ষার্থীরা ওয়ালটন ল্যাপটপ ও মোবাইলে আগ্রহ দেখাচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার চেয়ারম্যান সুফিয়ান আলী রাইজিংবিডিকে জানান, দেশি-বিদেশি বিভিন্ন আইটি পণ্যের প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলায় স্টল সংখ্যা ৬৫টি। ছাত্রছাত্রীদের মেলায় প্রবেশে টাকা লাগবে না। মেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ মার্চ ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়