ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোপা দেল’রের ফাইনালে অনিশ্চিত কুতিনহো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোপা দেল’রের ফাইনালে অনিশ্চিত কুতিনহো

ক্রীড়া ডেস্ক: লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়ে এবার খুব আলো ছড়াতে পারেননি ফিলিপ কুতিনহো। ৫৩ ম্যাচে গোল করেছেন ১১টি।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বার্সেলোনা বাদ পড়ার পর এখন চলছে খেলোয়াড়দের মৌসুমে জুড়ে পারফরম্যান্সের বিশ্লেষণ। এমন দুঃসময়ে কুতিনহোর আরও বিপদ বাড়ালো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি।

গত রোববার স্প্যানিশ লা লিগায় গেটাফের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দল জিতেলেও ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে  কুতিনহো মাঠের বাইরে চলে গেলে বদলি হিসেবে নামেন এবেল রুইস। যার এবারই প্রথম অভিষেক হলো দলের হয়ে। সদ্য পাওয়া এমন চোটের কারণে কোপা দেল’রের ফাইনালে কুতিনহোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাম হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ১০ দিনের মতো মাঠের বাইরে থাকা লাগতে পারে কুতিনহোকে। ফলে লিগের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে খেলা হচ্ছে না তার। ব্রাজিলিয়ান এ তারকাকে ছাড়াও বার্সা শিবিরে চলছে চোটের মিছিল। কোপা দেল’রে ফাইনালের আগে ফিট হওয়ার দৌড়ে অপেক্ষায় থাকতে হচ্ছে ওসমান দেম্বেলেকে। তার আগে চোটের কারণে ছিটকে গেছেন আক্রমণভাগের অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ। গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে সার্জারি করাতে হয়েছে উরুগুইয়ান তারকাকে।

কোপা দেল’রের ফাইনালে আগামী ২৫ মে ভ্যালেন্সিয়ার  মুখোমুখি হবে আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়