ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধান চাষ না করার শপথ কৃষকদের

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধান চাষ না করার শপথ কৃষকদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের কৃষকরা আগামী বছর থেকে আর ধান চাষ করবেন না বলে শপথ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের সামনে বিক্ষোভ সমাবেশে এ শপথ করেন চাষীরা। ধানের মূল্য বিপর্যয়ের প্রতিবাদে রাস্তায় ধান ফেলে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

কৃষক সংগ্রাম পরিষদের ব্যানারে ডাকা এই কর্মসূচিতে কৃষকরা সরকারি ব্যবস্থাপনায় হাটে হাটে ক্রয়কেন্দ্র খোলার দাবি জানান।

তারা বলেন, হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা সরকারকেই করতে হবে। সরকার ১১৪০ টাকা মণ দর ঘোষণা করার পরও খোলাবাজারে কেন মূল্য বিপর্যয় ঘটেছে তা সরকারকে খুঁজে বের করতে হবে। তা না হলে কৃষকরা বাঁচবে না।

কৃষকরা জানান, এখন একজন শ্রমিকের মজুরির চেয়ে এক মণ ধানের দাম কম। উৎপাদন ব্যয়ের অর্ধেক তুলতে না পেরে কৃষকের অস্তিত্ব বিলীন হতে চলেছে।

কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুস সাত্তার বকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের উপদেষ্টা পলাশ কান্তি নাগ, সদস্য সাত্তার প্রামাণিক, আতোয়ার মিয়া বাবু, জাকির হোসেন, আবু তালেব, শফিকুল ইসলাম, সবুজ হাসান সাগর, নিপীড়নবিরোধী নারী মঞ্চের আহ্বায়ক নন্দিনী দাস, সদস্য সচিব সানজিদা আক্তার, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সদস্য সচিব সুভাষ রায়, সবুজ হাসান সাগর প্রমুখ।

একই সময়ে রংপুর প্রেসক্লাব চত্বরে বাসদ (মাকর্সবাদী) রংপুর জেলা শাখার নেতাকর্মীরা কৃষকদের বাঁচানোর দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় ধানের মূল্য বিপর্যয়েরর প্রতিবাদ জানিয়ে সেখানে ধানে আগুন দেন ক্ষুদ্ধ কৃষকরা।

 

 

রাইজিংবিডি/রংপুর/১৬ মে ২০১৯/নজরুল মৃধা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়