ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মক্কা প্রদেশ লক্ষ্য করে হুতিদের হামলা, দাবি সৌদির

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মক্কা প্রদেশ লক্ষ্য করে হুতিদের হামলা, দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : মক্কা প্রদেশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। সোমবার ক্ষেপণাস্ত্র জেদ্দা ও তায়েফের কাছে প্রতিহত করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি বার্তা সংস্থা এসপিএকে রিয়াদের নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর এক মুখপাত্র বলেছেন ‘রাজকীয় সৌদি প্রতিরক্ষা বাহিনী প্রদেশটির জেদ্দা ও তায়েফের সংরক্ষিত এলাকার উপরে উড়ন্ত বস্তু চিহ্নিত করে এবং পরিস্থিতি অনুযায়ী সেগুলোর মোকাবিলা করে।’

এক টুইটে সৌদি আরবের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, মক্কা প্রদেশের জেদ্দা ও তায়েফে দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে।

সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার সকালে জানিয়েছে, জেদ্দা ও তায়েফের পশ্চিমে দুটি শহরের ওপর দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে কোনো প্রমাণ ছাড়া তারা জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটির গতিপথ মক্কা শহরের দিকে ছিল।

তবে হুতিরা মক্কা শহর লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করেছে।  তাদের অভিযোগ, সৌদি আরব নিজেদের যুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের কৌশল হিসেবে এ দাবি করছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়