ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আত্মসমর্পণ করে জামিন পেলেন পুলিশ সদস্য

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মসমর্পণ করে জামিন পেলেন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের অভিযোগের একটি মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পুলিশ কন্সটেবল তরুন কান্তি বিশ্বাস।

মঙ্গলবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জয়শ্রী সমাদ্দার জামিনের আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গাজী মো. শাহ আলম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট মোস্তফা কামাল জামিন আবেদনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোস্তফা কামাল।

আইনজীবী মোস্তফা কামাল জানান, ২০১৭ সালের ১৮ অক্টোবর একই ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ প্রদান করেন। পরে গত বছর ২০ নভেম্বর পিবিআই এর পরিদর্শক শামীম আহমেদ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামি তরুন কান্তি বিশ্বাসকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ২০ জানুয়ারি একই বিচারক প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়