ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ বুদ্ধিজীবীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সৌদি আরব

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ বুদ্ধিজীবীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : রমজানের পর  তিন বিশিষ্ট বুদ্ধিজীবীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। এসব বুদ্ধিজীবীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের একাধিক অভিযোগ আনা হয়েছিল।

মৃত্যুদণ্ড পাওয়া বুদ্ধিজীবীরা হলেন, শেখ সালমান আল আওদাহ, শেখ আওজ আল কারনি, শেখ আলি আল ওমারি।

এ  ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মাসে সৌদি আরব ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। তাদেরকে সন্ত্রাসবাদের অভিযোগ অভিযুক্ত করা হয়েছিল। সতর্কবার্তা দেওয়ার জন্য এদের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়।

২০১৮ সালে সৌদি আরব ১৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এর আগে সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে শিয়া নেতা নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড একসঙ্গে কার্যকর করা হয়েছিল।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়