ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টা, ৯ জনের জরিমানা

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টা, ৯ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার নয় জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেন।  মেট্রোপলিটন কোতয়ালি থানার পুলিশ পরীক্ষাচলাকালীন নগরীর মেডিকেল মোড়সহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছিল।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান, কলেজছাত্র সাব্বির হোসেন, সাদিকুল ইসলাম, আরাফাত হোসেন রিয়াদ, সিহাবা তাসমিন, দিলিপ রায়, খোরশেদ হোসেন, জাহাঙ্গীর আলম ও শেখ ফরিদ ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে বিক্রির চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্রসহ তাদের গ্রেপ্তার করে। রাতে তাদের সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। সেখানে রাত ১০টার দিকে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান জানান, প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। 



রাইজিংবিডি/রংপুর/২১ জুন ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়