ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিজিবি দেখে ফেনসিডিল ফেলে পালাল পাচারকারী দল

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবি দেখে ফেনসিডিল ফেলে পালাল পাচারকারী দল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিজিবি সদস্যদের দেখে ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে দুটি পাচারকারী দল। পরে দুই স্থান থেকে ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

ঘটনাটি ঘটেছে রাজশাহী সীমান্তে। তবে চোরাকারবারীদের কাউকেই আটক বা শনাক্ত করতে পারেনি বিজিবি।

বিজিবি’র রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রোববার ভোরে রাজশাহীর চারঘাটের ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি দল কান্দিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ৩০০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ সময় সেগুলো উদ্ধার করে বিজিবি।

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে পবা উপজেলার চরমাজারদিয়া সীমান্ত ফাঁড়ি বিজিবি হারুপাড়া নামক এলাকায় টহলে যায়। তখনও বিজিবি সদস্যদের দেখে ১৬০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায় পাচারকারী দল। পরে সেগুলো উদ্ধার করে বিজিবি।

লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুই অভিযানে উদ্ধারকৃত ৪৬০ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লাখ ৮৪ হাজার টাকা। ফেনসিডিলগুলো বিজিবি সদর দপ্তরের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।



রাইজিংবিডি/রাজশাহী/২৩ জুন ২০১৯/তানজিমুল হক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়