ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বনশাইল নামক স্থানে বড়ছড়া সেতু ভেঙে উপবন এক্সপ্রেসের একটি বগি খাদে পড়ে। এ ছাড়া দুটি বগি পাশের জমিতে এবং তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। কুলাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক এই তথ্য জানিয়েছেন।

আজ ভোর থেকে লাইনচ্যুত বগি সরিয়ে রাস্তা চালু করার কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পরপর দমকল বাহিনীর ১৩টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। এ ছাড়া রেলওয়ে পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় জনসাধারণও উদ্ধার কাজে অংশ নেন।

রাইজিংবিডি/সিলেট/২৪ জুন ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়