ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সমন্বিত ভর্তি পরীক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত সিকৃবির

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমন্বিত ভর্তি পরীক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত সিকৃবির

নিজস্ব প্রতিবেদক, সিলেট: ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। একই সাথে নতুন শিক্ষাবর্ষে সিকৃবিতে চা শ্রমিকদের সন্তানদের কোটা সুবিধাও বিবেচনা করা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মৎস বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সিকৃবি একাডেমিক কাউন্সিলের ৩১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

সভায় সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ সিলেট/ ২৫ জুন ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়