ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে ডেঙ্গু রোগে আরো একজনের মৃত্যু

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ডেঙ্গু রোগে আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৪০) নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হলো।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, আনোয়ার হোসেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে মারা গেছেন ৩ জন। গত ২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১০৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৮৮৩জন। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন ১৭৪ জন।



রাইজিংবিডি/ময়মনসিংহ/১৯ আগস্ট ২০১৯/মহিউদ্দিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়