ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যগুরু বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যগুরু বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী বজলুর রহমান বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সোমবার। ২০১৮ সালের এই দিনে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজশাহীর গুণী এই শিল্পী।

বজলুর রহমান বাদলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজশাহী মহানগরীর শিরোইলে নৃত্যুগুরুর বাসায় বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নগরীর টিকাপাড়া কবরস্থানে দেশের সর্বোচ্চ সম্মানানপ্রাপ্ত এই শিল্পীর কবর জিয়ারত করেন।

বজলুর রহমান বাদল ১৯২৩ সালের ১৮ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৫ সালে মালদহ জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরের বছর নাটক করতে আসেন রাজশাহী। এরপর আর ফেরেননি। বাংলাদেশে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে স্বাধীনতা পদক পান তিনি।

এছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন ‘নৃত্যগুরু’ উপাধি। বহু সংবর্ধনা এবং সম্মাননাও পেয়েছেন এই গুণী শিল্পী।

 

রাইজিংবিডি/রাজশাহী/১৯ আগস্ট ২০১৯/তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়